Mission

Vision, mission, goals and objectives of our Institute :

Vision:
• To create necessary, attractive and quality education facilities with a view to creating skilled human resources through the development of women’s education.

• Through literature, culture, sports and moral education.. To shape the mind of the students. To make students suitable for the modern world by accustoming them to the use of information technology.

• To develop future leadership in various fields with good analytical skills. Creating awareness in global social justice and sustainable development. Education is the constitutional right of every citizen of Bangladesh. As a society based on equality and justice has not been established, a large number of people in the Bhati region, surrounded by Haor in the north-eastern part of Bangladesh. Underprivileged, opportunities for higher education are limited here, Patli Union Women’s College seeks to create an ideal and attractive school of higher education. Such facilities and environment of education in this institution
It will be created so that the students of these Haor encircled areas will be interested in learning and coming to educational institutions. As a result, on the one hand, women’s rights will be ensured through the development of education, on the other hand, through the development of personality, students Will become important and productive members of family, society and state.

Mission:
Ensuring educational opportunities and environment, acquiring proper knowledge of students and transforming them into skilled human resources, improving the quality of life and opening the horizons of higher education.

Our Aims and Objectives:
• To become a skilled next generation self-reliant, well-educated and employable who can face the challenges of the 21st century.

• To make Patli Union Women’s College a well-known educational institution at national and international level by imparting knowledge to the students.

আমাদের প্রতিষ্ঠানের ভিশন, মিশন, লক্ষ্য ও উদ্দেশ্যঃ
ভিশনঃ
• নারী শিক্ষা বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয়, আকর্ষণীয় এবং উন্নত মানের শিক্ষার সুযোগ-সুবিধা সৃষ্টি করা।
• সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও নৈতিক শিক্ষার মাধ্যমে.. শিক্ষার্থীদের মানস গঠন করা। তথ্য প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত করে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলা।
• সুদক্ষ বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ক্ষেয়ে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা। বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা। শিক্ষা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সমতা ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়ায় বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে হাওর বেষ্টিত ভাটি অঞ্চলের বিপুল সংখ্যক জনগোষ্ঠী শিক্ষা বঞ্চিত, উচ্চ শিক্ষার সুযোগ এখানে সীমিত, Patli Union Women's College উচ্চ শিক্ষার একটি আদর্শ ও আকর্ষণীয় ভীত তৈরী করতে চায়। এই প্রতিষ্ঠানে শিক্ষার এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি হবে যাতে করে এই হাওর বেষ্টিত অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে ও শিক্ষা প্রতিষ্ঠানে আগমনে আগ্রহী হবে। ফলে এক দিকে যেমন শিক্ষার বিকাশের মাধ্যমে নারী অধিকার নিশ্চিত হবে, অন্যদিকে ব্যক্তিত্বের বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং উৎপাদনক্ষম সদস্যে পরিণত হবে।

মিশন:
শিক্ষার সুযোগ ও পরিবেশ নিশ্চিত করণ, শিক্ষার্থীদের যথার্থ জ্ঞান অর্জন ও দক্ষ মানব সম্পদে রূপান্তর, জীবন যাত্রার মানোন্নয়ন এবং উচ্চ শিক্ষার দিগন্ত উন্মোচন করা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
• আগামী দক্ষ প্রজন্ম হয়ে আত্মনির্ভরশীল, সুশিক্ষিত এবং কর্মদ্যোগী যারা একুশ শতকের চ্যালের মোকাবেলা করতে পারবে ।
• শিক্ষার্থীদের গৌরবোজ্ঞ জ্ঞান অর্জনের মাধ্যমে পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা।